বিজ্ঞাপন

‘যুবলীগ ভোটকেন্দ্র পাহারা দিয়ে ঢাকায় দুই জন মেয়র দিয়েছে’

July 20, 2018 | 4:06 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, যুবলীগের ভাইয়েরা ভোটকেন্দ্র পাহারা দিয়ে ঢাকা শহরকে দুই জন মেয়র উপহার দিয়েছে। তাই মেয়র যেকোনো অবস্থায় আপনাদের পাশে থাকবে।

শুক্রবার (২০ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সফল করার প্রস্তুতি উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিশেষ প্রতিনিধি সভায় মেয়র এসব কথা বলেন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত এবং মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে শনিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেওয়া হবে।

যুবলীগের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ‘অতীতেও আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে যুবলীগ বড় ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রীর সংবর্ধনায়ও যুবলীগ সেই অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আগামীকালের শেখ হাসিনার সংবর্ধনাকে স্মরণকালের শ্রেষ্ঠ করার লক্ষ্যে যুবলীগ কাজ করে যাবে।’

বিজ্ঞাপন

সাইদ খোকন আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। আমি বলবো বিশ্ব শিখতে চাইলে এসে শেখ হাসিনার কাছ থেকে শিখতে পারেন, জঙ্গিবাদ কিভাবে নির্মূল করতে হয়।’

সভায় উপস্থিত যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আগামীকাল শেখ হাসিনার সংবর্ধনা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় আনাই সব থেকে বড় সংবর্ধনা।’ ভূপৃষ্ঠ থেকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট সবক্ষেত্রে শেখ হাসিনার অবদান আছে বলেও তিনি মন্তব্য করেন।

মানুষের সাধারণ জ্ঞান একটি অসাধারণ জ্ঞান মন্তব্য করে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘সারাবিশ্বের জ্ঞান আজকাল গৃহকর্মীর মধ্যেও রয়েছে। উন্নয়ন হয়েছে কিনা সেটা সাধারণ জ্ঞানে বিবেচনা করে জনগণ শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবে।’

বিজ্ঞাপন

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ প্রমুখ।

আরও পড়ুন: অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে: নাসিম

সারাবাংলা/এসও/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন