বিজ্ঞাপন

যেভাবে কাস্টমস জমা দিয়েছে সোনা সেভাবেই আছে: গভর্নর

July 31, 2018 | 2:09 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: শুল্ক গোয়েন্দা (কাস্টমস) বাংলাদেশ ব্যাংকের ভল্টে যেভাবে সোনা জমা দিয়েছে সেভাবেই আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভনর্র ফজলে কবীর।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে মুদ্রানীতি ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আজকেই  (৩১ জুলাই) প্রথমবারের মতো সোনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বললেন গভনর্র।

ফজলে কবীর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে ছয় স্তরের নিরাপত্তা রয়েছে। ৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নিরাপত্তা মনিটরিং করা হয়। তাই, কাস্টমস যেভাবে জমা রেখেছিলো সোনা সেভাবেই আছে।

বিজ্ঞাপন

এদিকে, বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি অপরিবতির্ত রেখে (১৬.৮ শতাংশ রেখে) সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনকে সামনে রেখে বাজারে যেন টাকার প্রবাহ বেড়ে না যায় সেদিকে নজর রাখছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অর্থ পাচারের ক্ষেত্রে সতর্ত দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান গভর্নর।

ফজলে কবীর আরও বলেন, ব্যাংকের সুদের হারের সাথে সঞ্চয়পত্রের সুদের হারও কমিয়ে আনা হবে। একই সাথে বিদেশে যেন টাকা পাচার না হয় সেদিকে কঠোর নজরদারি রাখছে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং সেল। এছাড়া, এডিআর সংশোধনের বিষয়ে বলেন, অর্থনীতির সুবিধার জন্য এডিআর সংশোধন করা হয়েছে। তবে বাজারে যথেষ্ট নগদ টাকার প্রবাহ আছে জানিয়ে তিনি আরও বলেন, শেয়ার বাজারের জন্য এখন ইতিবাচক সময় চলছে।

এদিকে ডেপুটি গভনর্র আবু হেনা মোহাম্মদ রাজি হাসান জানান,চলতি ৬ মাসে ৪ হাজার কোটি টাকা পাচারের সুনিদির্ষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেয়া হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে। এছাড়া, রিজার্ভের সব টাকাই আইনিপ্রক্রিয়ার মাধ্যমে ফেরত আনা সম্ভব হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, আহমেদ জামাল,বাংলাদেশ ব্যাংকের চেইঞ্জ ম্যানেজমেন্ট পরামর্শক আল্লা মালিক কাজমী, ব্যাংকিং রিফর্ম অ্যাডভাইজার এস. কে. সুর চৌধুরী, প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সল আহমেদ, অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন