বিজ্ঞাপন

রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

January 22, 2018 | 4:20 pm

ঢাকা: বিএনপি স্থানীয় দলের সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে এক মামলায় তার বিরুদ্ধে এ পরোয়না জারি করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা বিশেষ জজ-৬ বিচারক কে এম ইমরুল কায়েশ সোমবার (২২ জানুয়ারি) এ আদেশ দেন। এই দিন মামলাটি সাক্ষ্যর গ্রহণের দিন ধার্য ছিল। মামলার চার সাক্ষী দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক অবসর প্রাপ্ত  আবু তোরাব, পরিচালক শিরীন পারভিন, উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধরী, অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা সৈয়দ লিয়াকত হোসেন সাক্ষ্যপ্রদান করেন।

তবে মামলায় মামলার আসামি রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেনি। এ জন্য তার পক্ষের সময়ের আবেদন করেন তার আইনজীবী। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের তৎকালীন দুর্নীতি দমন অফিসার সৈয়দ লিয়াকত হোসেন, উত্তরা থানায় ২০০১ সালে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন