বিজ্ঞাপন

রবিউলের ব্যাটে বিকেএসপির বিপক্ষে খেলাঘরের জয়

March 20, 2019 | 5:51 pm

স্পোর্টস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বুধবার (২০ মার্চ) ফতুল্লায় এই ম্যাচে বিকেএসপিকে ২৭ রানে হারিয়েছে খেলাঘর।

বিজ্ঞাপন

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খেলাঘরের অধিনায়ক অমিত মজুমদার। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২১২ রান তোলে উওরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন ওপেনার রবিউল ইসলাম রবি। এছাড়াও মহিদুল ইসলাম অঙ্কন ৪৯, অধিনায়ক অমিত মজুমদার ২৩, রবিউল হক ১৯ ও মোসাদ্দেক ইফতেখার ১৭ রান তোলেন।

বিকেএসপির হয়ে হাসান মুরাদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন শামিম হোসেন। এছাড়াও আবু নাসের, সুমন খান ও নওশাদ ইকবাল ১টি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে বিকেএসপি। তাতেই ২৭ রানের জয় পায় খেলাঘর।

বিকেএসপির হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন শামীম হোসেন। এছাড়াও সুমন খান ২৪, অধিনায়ক আবদুল কাইয়ুম ২২, পারভেজ হোসেন ইমন ২০ ও রাতুল খান ১৯ রানের ইনিংস খেলেন।

খেলাঘরের হয়ে ২টি করে উইকেট নেন রবিউল হক, রবিউল ইসলাম রবি, ইরফান হোসেন ও মাসুম খান। ১টি উইকেট পান রানভীর ইসলাম।

বিজ্ঞাপন

ম্যাচসেরা নির্বাচিত হন রবিউল ইসলাম রবি।

সারাবাংলা/এসএন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন