বিজ্ঞাপন

মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত

March 17, 2018 | 11:09 am

মেডিকেল করেসপন্ডেন্ট  

বিজ্ঞাপন

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম রিফাত (২০)। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরপর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর (২২) নামে আরেকজন।

বিজ্ঞাপন

এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল চালক রাব্বী (২০) ও এবং পথচারী আনিসুর।

নিহতের বন্ধু রাজু জানায়, তারা তেজগাঁও নাখালপাড়া এলাকাতে থাকে। রিফাত বি এফ শাহিন কলেজে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে পড়াশুনা করতো। বাকিরা বিভিন্ন কলেজে পড়াশুনা করে।

ভোরে মাওয়া থেকে কয়েকটি মোটর সাইকেল নিয়ে বাসায় ফিরছিল। এক মোটরসাইকেলে তিনজন ছিল। যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার ব্রীজের পোস্তগোলা ঢাল দিয়ে উঠার সময় তাদের সামনে দিয়ে আনিসুর নামের এক পথচারী পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আনিসুরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও ওই পথচারী আনিসুর ছিটকে পড়েন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন