বিজ্ঞাপন

রাজধানীর উত্তরখানে অগ্নিদগ্ধ একজন মারা গেছে

October 13, 2018 | 11:16 am

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর উত্তরখানে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ আটজনের মধ্যে আজিজুল ইসলাম (২৭) নামে একজন মারা গেছেন।

শনিবার (১৩ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজিজুলের শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইন লিকেজের আগুনে একই পরিবারের আট জন দগ্ধ হন। এর মধ্যে ছয় জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন, সুফিয়া বেগম (৫০), মেয়ে আফরোজা আক্তার পুর্নিমা (৩০), তার ছেলে সাগর (১২), সুফিয়া বেগমের ভাতিজা আজিজুল ইসলাম (২৭) স্ত্রী মুসলিমা আক্তার (২০), আজিজুলের বোন আনজু (২৫), তার স্বামী ডাবলু (৩৩), ছেলে আব্দুল্লাহ (৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৮

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন