বিজ্ঞাপন

ঢাকায় জলাবদ্ধতা ৩ ঘণ্টার বেশি থাকে না : মোশাররফ হোসেন

May 21, 2018 | 4:00 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমি পরিষ্কার বলছি ঢাকায় তিন ঘণ্টার বেশি জলাবদ্ধতা থাকে না। আমি আগেও বলেছি ঢাকায় তিন ঘণ্টার বেশি জলাবদ্ধতা থাকবে না এবং তা থাকছেও না। দুই একটি ব্যাড স্পট ছাড়া দুই ঘণ্টা থেকে আড়াই ঘণ্টার মধ্যে পানি সরে যাচ্ছে।’

সোমবার (২১ মে) সচিবালয়ে নিজ দফতরে  সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘ঢাকার আশেপাশে ৫৫০ কোটি টাকা খরচে ১৬টি খাল সংস্কারের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।  তবে টাকাটা সরকারের হাতে নেই। প্ল্যানের বাইরে কিছু করতে গেলেই অর্থমন্ত্রীর কাছ থেকে টাকা নিতে হয়। টাকার বরাদ্দ নিতে দেরি হয়।  ফলে কাজেও দেরি হয়। এ টাকাটা দুই মাস আগে পেলে কাজ আরও এগিয়ে যেত। জলাবদ্ধতাও অনেকাংশে কমে যেত।’

বিজ্ঞাপন

খন্দকার মোশাররফ হোসেন বলেন, কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পানি নেমে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এসব এলাকায় আমরা অ্যাডহক-ভিত্তিতে মুভ করছি এবং স্থায়ীভাবে (পার্মানেন্ট বেসিসে) করার জন্য এই ৫৫০ কোটি টাকা প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। যে জলাবদ্ধতা একশ বছর আগে শুরু হয়েছে, তার সমাধান তো হঠাৎ করেই করা যাবে না। এ ক্ষেত্রে ডিটেইল প্ল্যান করে এর সমাধানের চেষ্টা করতে হবে। আমরা ১৬ টি খালের দুই পাড় বেঁধে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দুই পাড়েই থাকবে ওয়াকওয়ে, যেন অন্য কেউ আর দখল করতে না পারে।

মন্ত্রী আরও বলেন, ‘খাল উদ্ধারে যে সাড়ে পাঁচশ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তাতে  স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে।  প্রতিটি এলাকায় কমিটি করে এ কাজগুলো করা হবে, যেন রক্ষণাবেক্ষণের দায়িত্বেও তারা থাকেন। কেউ যেন খালের মধ্যে বস্তা ফেলে খাল বন্ধ করে দিতে না পারে, এগুলো স্থানীয় জনগণই দেখভাল করবে।’

সারাবাংলা/এইচএ/এমআইএস/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন