বিজ্ঞাপন

‘রাজনৈতিক অস্থিরতা চায় না জাপা’

February 18, 2018 | 4:38 pm

সিনিয়র  করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি জাপা চায় না। জাপা চায় সবার অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ হোক।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জোট নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, চলমান রাজনীতি দেশের মানুষকে অস্থির করে তুলেছে। জাতীয় নির্বাচনের আগে এমন পরিস্থিতি হয় কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই নাজুক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনে প্রার্থী দেবে।  ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি মহাসমাবেশ করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএস/এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন