বিজ্ঞাপন

রাজ্জাক ঘূর্ণিতে ম্যাচে ফিরেছে সাউথ জোন

April 18, 2018 | 6:00 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোন ৬১ রানে এগিয়ে। আগে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানেই গুটিয়ে যায় সাউথ জোন। জবাবে, ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোন সব উইকেট হারিয়ে তোলে ৩০২ রান। দারুণ স্পিন ঘূর্ণিতে সাউথ জোনকে ম্যাচে ফেরান আবদুর রাজ্জাক। নিজেদের দ্বিতীয় ইনিংসে সাউথ জোন ১ উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান।

আগে ব্যাটিংয়ে নামা সাউথ জোনের ওপেনার এনামুল হক বিজং ২৩ আর ফজলে মাহমুদ ৪০ রান করেন। তিন নম্বরে নামা ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৬ রান। তুষার ইমরান ১৪ রানে ফেরেন। এছাড়া, মোহাম্মদ মিঠুন ১৮, অধিনায়ক নুরুল হাসান সোহান ২৮, মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ২১ রান করেন। জিয়াউর রহমান, নাঈম হাসান, আবদুর রাজ্জাক এবং কামরুল ইসলাম রাব্বি দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

সেন্ট্রাল জোনের মোশাররফ হোসেন রুবেল এবং এবাদত হোসেন চারটি করে উইকেট তুলে নেন। দুটি উইকেট পান সালাউদ্দিন শাকিল, উইকেট পাননি আবু হায়দার রনি।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোনের ওপেনার সাইফ হাসান ৩০ রানে সাজঘরে ফেরেন। ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৪৪ রান আসে আবদুল মজিদের ব্যাট থেকে। রান আউট হওয়ার আগে মার্শাল আইয়ুব করেন ১৫ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ রান করে ফেরেন। এছাড়া, তানবীর হায়দার ২২ রান করেন। ইরফান শুক্কুর ৫৪, মোশাররফ রুবেল ২৮ রানে বিদায় নেন।

সাউথ জোনের স্পিনার আবদুর রাজ্জাক ৬টি উইকেট তুলে নেন। নাঈম হাসান তিনটি উইকেট পান। আর কেউ উইকেট পাননি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাউথ জোনের ওপেনার ফজলে মাহমুদ ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন। এনামুল হক বিজয় ৩১, ইমরুল কায়েস ১০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। দিনের শেষ বেলায় একমাত্র উইকেটটি পেয়েছেন তানবীর হায়দার।

বিজ্ঞাপন

চার রাউন্ড শেষে শীর্ষে নর্থ জোন। এক জয়, তিন ড্রয়ে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। দুইয়ে থাকা ইস্ট জোন চার ড্রয়ে তুলেছে ৩৯ পয়েন্ট। চার ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে সাউথ জোন। আর তিন ড্র, এক পরাজয়ে ২৯ পয়েন্ট নিয়ে তলানিতে সেন্ট্রাল জোন।

সাউথ জোন: এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ, ইমরুল কায়েস, তুষার ইমরান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাঈম হাসান, আবদুর রাজ্জাক, কামরুল ইসলাম রাব্বি।

সেন্ট্রাল জোন: সাইফ হাসান, সাদমান ইসলাম, আবদুল মজিদ, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তানবীর হায়দার, ইরফান শুক্কুর, মোশাররফ হোসেন রুবেল, আবু হায়দার রনি, সালাউদ্দিন শাকিল, এবাদত হোসেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন