বিজ্ঞাপন

রিমান্ড শেষে রাশেদ কারাগারে

July 18, 2018 | 4:18 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : কোটা সংস্কার আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর রাশেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয় রাশেদ খানকে। রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান ।

বিজ্ঞাপন

ভিসির বাসায় হামলার মামলার রিমান্ড আবেদনে বলা হয়েছিল, এ আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিবির বাসায় হামলার ঘটনা ঘটে মর্মে তথ্য প্রমাণ পাওয়া হচ্ছে। তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ১ জুলাই সকালে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। এরপরই রাশেদকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এআই/এসএমএন

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন