বিজ্ঞাপন

রিয়ালের খরা কাটবে কবে?

October 22, 2018 | 1:09 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

শেষ পাঁচ ম্যাচে জয়হীন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শেষ ম্যাচে লেভান্তের কাছে ২-১ গোলের হার, সবমিলিয়ে ছন্দহীন গতবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ীরা। টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার পর এবার একটাই প্রশ্ন আসতে পারে, রিয়ালের জয়ের খরা কাটবে কবে?

গত ২৩ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের দেখা পায়নি কোচ হুলেই লোপেতেগুইয়ের দল। লেভান্তের কাছে ঘরের মাঠে এবারের মৌসুমে প্রথম ম্যাচ হারলো মদ্রিচ-রামোসরা। ঘরের মাঠে এই ম্যাচেই ৪৮০ মিনিটের গোলের অপেক্ষা কেটেছে তাদের। রিয়ালের ইতিহাসের যা ছিল সবচেয়ে দীর্ঘ গোলের অপেক্ষা।

সবমিলিয়ে এবারের মৌসুমটা একেবারেই হতাশায় কাটছে রিয়ালের। এ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে কোচ লোপেতেগুইয়ের জায়গা নিয়েও।

বিজ্ঞাপন

লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৪টি জয় ও ৩টি হারে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে রিয়াল। অন্যদিকে, সমান ম্যাচে ৫টি জয় ও ১টি ম্যাচে হেরে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ২৮ অক্টোবর (রোববার) লিগের পরের ম্যাচেই ন্যু ক্যাম্পে হতে যাচ্ছে এল ক্লাসিকো। ঘরের মাঠে সেদিন রিয়ালের বিপক্ষে লড়বে মেসিবিহীন বার্সেলোনা।

এর আগে বুধবার (২৪ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লেজনের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। লিগের ‘জি’ গ্রুপের দলটি ২ ম্যাচের ১টি জয় ও ১টি হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী দলটি। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রোমা। আর ২ ম্যাচে ১টি জয় ও ১টি ড্র নিয়ে শীর্ষে আছে ক্লাব সিএসকেএ মস্কো।

তবে ভিক্টোরিয়া প্লেজনের বিপক্ষে ২৪ অক্টোবরের ম্যাচে জয়ের খরা কাটবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন