বিজ্ঞাপন

‘রিয়ালে গেলেই বিশ্বসেরা হবে নেইমার’

April 23, 2018 | 3:47 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে বেশকিছুদিন মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এখন অবশ্য স্বাভাবিকভাবেই হাঁটছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই তারকা। তবে পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে। তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। সাবেক এই তারকা মনে করছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে গেলেই বিশ্বসেরা হতে পারবে নেইমার।

গত বছর রেকর্ড ট্রান্সফার ফি’তে ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। তবে ব্রাজিলিয়ান সাবেক তারকা রিভালদো বলছেন, প্যারিসে (পিএসজি) থেকে নিজের সর্বোচ্চ সম্ভাবনার জায়গায় পৌঁছাতে পারবে না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নেইমারকে দলে নেয়ার জন্য বেশ উঠেপড়েই লেগেছে রিয়াল। ব্রাজিল ফরোয়ার্ডের সেখানেই যাওয়া উচিৎ বলে মনে করছেন বিশ্বকাপজয়ী রিভালদো, ‘আমি তাকে (নেইমার) বলেছি, সে বিশ্বসেরা হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি, এটা পিএসজিতে থেকে সম্ভব নয়, ওকে পিএসজি ছাড়তে হবে।’

বিজ্ঞাপন

নেইমার চাইলেই নিজেকে বিশ্বসেরা প্রমাণ করতে পারেন বলেই মনে করছেন রিভালদো, ‘ফুটবল তার (নেইমার) জন্য। সে যদি বিশ্বসেরা হতে চায়, তবে তাকে স্পেনে যেতে হবে। বিশ্লেষণ করলে দেখা যাবে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি সবই আলাদা, কিন্তু আমি প্রতিযোগিতার কথা বলছি।’

রিয়ালে গেলেই নেইমারকে বিশ্বসেরা হিসেবে দেখা যাবে বলে বিশ্বাস করছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি, ‘বার্সেলোনায় ওর জন্য কঠিন হবে। তবে যা শুনেছি, ওর রিয়ালে যাওয়ার সুযোগ আছে, সেখানে খেলার সুযোগটা ওর কাজে লাগানো উচিৎ। আমি মনে করি, এখানেই সে নিজেকে বিশ্বসেরা প্রমাণ করতে পারবে।’

২০১৪ সালে চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ আসর শেষ করেছিল ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের (২০১৮) দিন গণনা শুরু হয়েছে অনেক আগেই। এর আগে ব্রাজিল ফরোয়ার্ড অনুশীলনে নামছেন কিনা সেটা জানা যাবে আগামী ১৭ মে চূড়ান্ত পরীক্ষার পর। বিশ্বকাপ আসরে প্রথম থেকেই তাকে মাঠে দেখা যাবে কিনা সেটাও তখন জানা যাবে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন