বিজ্ঞাপন

রোগীকে আটকে রেখে টাকা আদায় অপরাধ: স্বাস্থ্যমন্ত্রী

January 16, 2018 | 11:05 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন হাসপাতালে রোগীকে লাইফ সাপোর্টের নামে আটকে রেখে টাকা আদায় করাকে অপরাধ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সংসদে সংরক্ষিত মহিলা আসনের জাতীয় পার্টির এমপি বেগম নূর-ই হাসনা লিলি চৌধুরীর নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘এ নিয়ে একটি যুগোপযোগী আইন করার উদ্যোগ নেয়া হয়েছে। এটা হলে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সরকারি হাসপাতাল আছে। তবে সেখানে এতো জনসংখ্যাকে চিকিৎসা দেয়া সম্ভব হয় না। এ কারণে বেসরকারি হাসপাতাল গড়ে উঠছে। আমি দেখেছি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে আটকে রেখে চিকিৎসা দিয়েছেন। আমি অনেককে রক্ষাও করেছি। সে সব হাসপাতালের নাম এখানে বলতে চাই না।’

মন্ত্রী বলেন, রোগীদের জিম্মি করা একটি অপরাধ। এটা অমানবিক। এ ধরনের অভিযোগে অনেক হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালের লাইসেন্স দিয়েছি তার মানে এই নয় যে, অমানবিক কাজ করবেন।’

একই নোটিসের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘এরইমধ্যে টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও কালিহাতিতে পরীক্ষামূলকভাবে বিদেশি অর্থায়নে হেলথ কার্ড দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এটা দেশের অন্যান্য এলাকায়ও চিকিৎসা সেবা দেয়া হবে।’

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে,  ‘হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে আইসিইউতে রেখে লাইফ সাপোর্টের নামে দিনের পর দিন রোগীকে রেখে দেয়। রোগীর স্বজনদের রোগী দেখতে পর্যন্ত দেয় না। সেবামূলক প্রতিষ্ঠান যদি এ ধরণের সেবা প্রদান করে তাহলে দেশের মানুষ কিভাবে চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা পাবে।’

সারাবাংলা/এচইএ/এমআই

 

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন