বিজ্ঞাপন

রোনালদো-জিদান ছাড়াই জয়ে শুরু রিয়ালের

August 20, 2018 | 10:37 am

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদে গত নয় মৌসুম কাটিয়ে এবার ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে নাম লিখিয়েছেন। আর টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাইয়ে দিয়ে স্প্যানিশ ক্লাবটির কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। পর্তুগিজ তারকা রোনালদো আর ফরাসি লিজেন্ড জিদানকে ছাড়া প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমটিতেই হেরেছিল রিয়াল। উয়েফা সুপার কাপে ৪-২ গোলে হেরে গিয়েছিল গ্যারেথ বেল-করিম বেনজেমা-অ্যাসেনসিও-সার্জিও রামোসদের দলটি। তবে, লা লিগায় রোনালদো-জিদানকে ছাড়াই জয় দিয়ে মৌসুম শুরু করলো স্প্যানিশ জায়ান্টরা।

লা লিগায় রোনালদোবিহীন ম্যাচে নতুন কোচ হুলেন লোপেতেগুয়ের শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে গেটাফেকে। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেলের দারুণ পারফর্মে জয় দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করলো রিয়াল মাদ্রিদ। বেলের পাশাপাশি গোল করেছেন দানি কারভাহাল। উয়েফা সুপার কাপে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ৪-২ ব্যবধানে হার দিয়ে মৌসুম শুরু করা রিয়াল লোপেতেগুর অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম জয় পেল।

পুরো ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের কাছে পাত্তাই পায়নি গেটাফে। চতুর্থ মিনিটে বেলের বাঁ পায়ের শট আটকে দেন গেটাফে গোলরক্ষক। ১৬তম মিনিটে মার্সেলোর ক্রস থেকে হেড করেন বেল। নিজেদের মাঠে ২০তম মিনিটে দলকে এগিয়ে নেন রিয়াল তারকা কারভাহাল। ৩৪তম মিনিটে ডি বক্সে সার্জিও রামোসকে গেটাফের এক খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে সে সময় করিম বেনজেমা অফসাইডে থাকায় সিদ্ধান্ত বাতিল করেন তিনি।

বিজ্ঞাপন

৫১তম মিনিটে মার্কো অ্যাসেনসিওর দারুণ ক্রসে গেটাফের জালে বল জড়িয়ে দেন বেল। দুই মিনিট পর ২৫ গজ দূর থেকে অ্যাসেনসিওর জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ৭৪তম মিনিটে গেটাফে ব্যবধান কমানোর সুযোগ পায়। কেইলর নাভাসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন গেটাফের খেলোয়াড়। পুরো ম্যাচের ৭৯ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছিল রিয়াল। আর গোলমুখে রিয়ালের শট ছিল ১০টি, গেটাফের শট ছিল ৫টি।

লা লিগায় এর আগের ৯ ম্যাচে গেটাফের বিপক্ষে একটিও হারেনি রিয়াল মাদ্রিদ। আগের ৯ ম্যাচে গেটাফের জালে রিয়ালের খেলোয়াড়েরা গোল দিয়েছে ৩৫টি। পর্তুগিজ সুপারস্টারের অভাব বুঝতে দিচ্ছেন না বেল-অ্যাসেনসিওরা। ঘরের মাঠে স্বস্তির জয়ে রিয়াল সমর্থকরাও শান্তি পাচ্ছেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন