বিজ্ঞাপন

‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র’

April 18, 2018 | 7:21 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কক্সবাজার: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার। দেশে ফিরে গিয়ে রোহিঙ্গা মুসলিমরা পূর্ন ধর্মীয় স্বাধীনতা যাতে ভোগ করতে পারে সে দিকও খেয়াল রাখছে ট্রাম্প প্রশাসন।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ট্রানজিট পয়েন্ট যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত স্যাম ব্রাউনবেক এসব কথা বলেন।

স্যাম ব্রাউনবেক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে আশ্রিত বেশ কয়েকজন রোহিঙ্গা নারী পুরুষের সঙ্গে একান্তে আলাপের উদ্বৃতি দিয়ে বলেন, মিয়ানমারে রোহিঙ্গারা জাতিগত বৈষম্যের শিকার হয়েছে। তারা সেখানে স্বাধীনভাবে ধর্মীয় কর্মকাণ্ড চালাতে বাধাগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে স্যাম ব্রাউন ব্যাক বেলা ১১ টার দিকে তুমব্রু সীমান্তের কোনার পাড়া নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

এক প্রশ্নের জবাবে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করার কথা জানিয়ে স্যাম ব্রাউনব্যাক বলেন, আগে মিয়ানমার সরকারকে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। লুণ্ঠিত বাড়ি-ঘর, ধন সম্পদ ফিরিয়ে দিতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এসব সুবিধা দেওয়া হলে রোহিঙ্গারা স্ব-ইচ্ছায় মিয়ানমারে ফিরে যাবে।

বিজ্ঞাপন

মার্কিন বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক বিকেলে কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ করেন এবং, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, ধর্মীয় নেতাদের সাথে কথা বলেন।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনে শুরু হওয়া মিয়ানারের সেনাবাহিনীর অভিযানে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। এতে যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেও তা বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার।

সারাবাংলা/এমএইচ/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন