বিজ্ঞাপন

রোহিঙ্গা উচ্ছেদের পর মুসলিমমুক্ত বসতি গড়ছে রাখাইনরা

March 16, 2018 | 5:22 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

এক সময়ের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত কোয়ে তান কাউক শহরের প্রবেশ মুখেই বাঁশের খুঁটিতে ঝুলছে নিস্তেজ বৌদ্ধ পতাকা। মুসলিদের তাড়িয়ে দিয়ে রাখাইনরা সেখানে নতুন করে মুসলিমমুক্ত ‘নিরাপদ এলাকা’ গড়ে তুলছে।

তার আগেই ওই একালার রোহিঙ্গাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

 

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিশেষ করে দক্ষিণাঞ্চলের দরিদ্রপীড়িত অঞ্চলের জনগণ সেখানে নতুন করে বসবাসের জন্য আসছে।

বিজ্ঞাপন

স্বামী ও সন্তানের সঙ্গে নতুন স্থানে বসবাসের জন্য আসা চিত সান এইন নামে এক রাখাইন নারী মুসলিম রোহিঙ্গাদের অবজ্ঞাসূচক একটি নামে অভিহিত করে এএফপিকে বলেন, ‘সহিংসতার ঘটনায় আমরা খুব ভীত ছিলাম, তা ছাড়া আমাদের এখানে আসার কোনো পরিকল্পনাও ছিল না।’

তারা যখন এখানে নেই, সে কারণে আমরা এখানে বসবাস করতে এসেছি, বলেও জানান তিনি।

 

বিজ্ঞাপন

 

গত বছর সহিংসতার সূত্র ধরে প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিমকে তারা দেশ থেকে উচ্ছেদ করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। এ ছাড়াও ১৯৭০ সালের পর থেকে আরও ৩ লাখ রোহিঙ্গা মুসলিমকে তারা জোর করে বাংলাদেশে পাঠিয়েছে।

 

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন