বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাতিসংঘ: ইয়াংহি লি

January 20, 2019 | 10:12 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।

রোববার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে কথা বলেন বাংলাদেশ সফররত ইয়াংহি লি।

জাতিসংঘের এই বিশেষ দূত শনিবার (১৯ জানুয়ারি) থাইল্যান্ড থেকে ঢাকায় এসে পৌছান। তিনি মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য সোমবার (২১ জানুয়ারি) কক্সবাজার সফর করবেন।

বিজ্ঞাপন

আগামী মার্চ মাসে তার তথ্য ও প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলের সভাতে উপস্থাপন করা হবে বলে জেনেভা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে।

উল্লেখ্য, মিয়ানমার সরকার জাতিসংঘের বিশেষ দূতের কাজে সহযোগিতা না করতে ও সে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় হয়ে আছে। বাসস।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন