বিজ্ঞাপন

লড়াই চালিয়ে যাবো: জিদান

January 21, 2018 | 3:47 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

টানা ব্যর্থতায় লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে স্প্যানিশ জায়ান্ট এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে হাল ছাড়তে রাজি নন রিয়াল কোচ জিনেদিন জিদান। ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ফরাসি এই কিংবদন্তি।

লা লিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই নাজুক। লিগ শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে রোনালদো-জিদানদের ক্লাবটি। মৌসুমের মাঝপথেই রেলিগেশনের শঙ্কা রিয়ালের। নিজেদের মাঠেও হারতে হয়েছে জিদান শিষ্যদের। রোনালদো-বেল-বেনজেমাদের দলটি মোটেই স্বস্তিতে নেই। লিগের সবশেষ ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে হেরেছে ১-০ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জিদান জানিয়েছেন, ‘আমি কোনো নেতিবাচক ব্যাপার চিন্তা করি না। ইতিবাচক বিষয় নিয়ে ভাবি। এমনকি আপনি যদি ভাবেন এখানে খুব বেশি ইতিবাচক দিক নেই। তারপরও আমরা ইতিবাচক দিক খুঁজে পাই।’

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা লাইভ ম্যাচ দেখুন এখানে

বিজ্ঞাপন

১৯ ম্যাচে বার্সার পয়েন্ট যেখানে ৫১, সেখানে এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ৪২। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভালেন্সিয়া। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চারে ভিয়ারিয়াল। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩২, অবস্থান পাঁচে। শীর্ষ দল বার্সার চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে তারা। আর রেলিগেশন থেকে ১৬ পয়েন্ট এগিয়ে।

জিদান আরও জানান, ‘আমি খুব সহজেই হার মানবো না। এখনও লিগে সম্ভাব্য সবকিছুই ঘটতে পারে। আমি এগিয়ে যেতে চাইবো। লড়াই চালিয়ে যাবো যেমনটা আমি সবসময় দেখিয়েছি। আমি কখনই হাল ছাড়ব না। বিশ্বাস করি সাম্প্রতিক সময়ের ব্যর্থতা কাটিয়ে দল ঘুরে দাঁড়াতে শুরু করবে।’

চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে রিয়ালের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকছে নেইমার-কাভানি-ডি মারিয়াদের পিএসজি। আর লিগের ম্যাচে রোববার নিজেদের মাঠে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে রিয়াল।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন