বিজ্ঞাপন

শনিবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

March 15, 2019 | 7:30 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে সন্ত্রাসী হামলায় বাতিল হয়ে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ফলে কাল বিলম্ব না করে কালই দেশের বিমান ধরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৬ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ১৯ সদস্যের বাংলাদেশ দলের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবির দেয়া তথ্যমতে, ‘১৫ ক্রিকেটারসহ ১৯ সদস্যের বাংলাদেশ দল শনিবার রাত ১০টা ৪০মিনিটে ঢাকা ফেরার কথা রয়েছে।’

শনিবার (১৬ মার্চ) ভোর ৪টায় স্বাগতিক কিউদের বিপক্ষে হ্যাগলি ওভালে সিরিজের তৃতীয় শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু তার আগের দিন অর্থাৎ শুক্রবার ক্রাইস্টচার্চে ঘটে গেল নারকীয় এক ঘটনা। হ্যাগলি ওভালের আল নূর মসজিদে সন্ত্রাসী হামালায় ৪৯ জন মানুষের প্রাণ গেল।

তবে বড় বাঁচা বেঁচে গেছেন দেশটিতে সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। শেষ টেস্টের প্রস্তুতি শেষে টাইগারদের একটা গ্রুপ গিয়েছিলো স্টেডিয়াম সংলগ্ন আল নূর মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। মসজিদের সামনে টিম বাস থেকে নামতেই সামনে পার্ক করা একটি গাড়ি থেকে বের হয়ে একজন মহিলা বলছিলেন, ‘ওদিকে যেও না।’ এর মাঝেই তামিম, রিয়াদ, মুশফিকরা গুলির আওয়াজ পান।

বিজ্ঞাপন

ভীত সন্ত্রস্ত বাংলাদেশ দল দ্রুত সেখান থেকে পার্ক হয়ে সোজা চলে যায় স্টেডিয়ামে। এরপর পুলিশি পাহাড়ায় চলে যায় টিম হোটেলে। এভাবেই অল্পের জন্য প্রাণে বেঁচে যায় লাল সবুজের ক্রিকেটের যোদ্ধারা।

ঘটনার পর বাংলাদেশ দলের টিম হোটেল সহ আশপাশের এলাকার নিরাপত্তাবস্থা জোরদার করা হয়।

সারাবাংলা/এমআরএফ/জেএইচ

বিজ্ঞাপন

আরও পড়ুন-

টাইগারদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাপনের ফোন

বেঁচে গেছি, সবাই দোয়া করবেন: তামিম

ক্রাইস্টচার্চের মসজিদে গুলি, বেঁচে গেলেন তামিমরা

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডে ক্রিকেটাররা নিরাপদে আছেন: বিসিবি

তৃতীয় টেস্ট বাতিল, বাংলাদেশ দলের নিরাপত্তা জোরদার

ইতিহাসের অন্যতম কালো দিন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

সিরিজ ‘সন্ত্রাসী’ হামলায় বিপর্যস্ত নিউজিল্যান্ড, ২৭ প্রাণহানি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন