বিজ্ঞাপন

শনিবার সকাল থেকেই হালকা বৃষ্টি

December 9, 2017 | 10:05 am

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : আজ শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ-কাল সারাদিন হালকা বৃষ্টি হতে পারে বলে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারের আগে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার সম্ভাবনা নেই বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিকক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদিন ৪ মিলিমিটার বৃষ্টি হতে পারে। পূর্ব-উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ সারাদিন বৃষ্টির পাশাপাশি রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।

এদিকে, রাজধানী ঢাকায় দেখা গেছে, শনিবার সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। এতে করে জনজীবনের স্বাভাবিক চলাচলে কিছুটা ভিন্ন দৃশ্য চোখে পড়েছে। বৃষ্টিতে শীতের প্রভাব অনুভূত হচ্ছে। ঢাকার বিভিন্ন বাস পয়েন্টে বৃষ্টির কারণে অফিসগামী মানুষের ভোগান্তির চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন