বিজ্ঞাপন

শপথ নিলেন রংপুরের নব-নির্বাচিত মেয়র

January 18, 2018 | 10:54 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিয়েছেন রংপুরের সিটি করপোরেশনের (রসিক) নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা পৌঁনে ১১টার দিকে প্রধানমন্ত্রী তাকে শপথ বাক্য পাঠ করান।

এসময় প্রধানমন্ত্রী নির্বাচিত জন প্রতিনিধিদের রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে কাজ করার নির্দেশ দেন। ক্ষুধামুক্ত রংপুর করতে সরকার বদ্ধ পরিকর বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই অনুষ্ঠানে এই সিটির ৩৩ জন কাউন্সিলর এবং ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙাঁ।

বিজ্ঞাপন

গত ২১ ডিসেম্বর রসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। দ্বিতীয় অবস্থানে ছিলেন আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, তিনি পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছিলেন ৩৫ হাজার ১৩৬ ভোট।

সারাবাংলা/এনএস/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন