বিজ্ঞাপন

শরণখোলায় বাসচাপায় ইজিবাইক চালকের মৃত্যু

August 18, 2018 | 2:33 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় যাত্রীবাহী বাসের চাপায় ইউনুছ হাওলাদার (৩০) নামে এক ইজিবাইক চালক মারা গেছেন।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইউনুছ খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মোবারেক হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে রাজৈর বাসস্ট্যান্ডে সড়কের পাশে ইজিবাইক পরিষ্কার করছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউনুছ। বাসে থাকা চার যাত্রীও এসময় আহত হন। পরে উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউনুছ হাওলাদারের ভাই নজরুল ও শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে ইজিবাইকে যাত্রী নেওয়ার কারণে ইউনুচের সঙ্গে বাসচালক শহিদুলের কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয়রা বসে মীমাংসা করার চেষ্টা করেন। এসময় ক্ষুব্ধ ওই বাস চালক সুযোগ পেলে ইউনুচকে দেখে নিবে বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনার জের হিসাবে পরিকল্পিতভাবে ইউনুছকে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন