বিজ্ঞাপন

শিক্ষকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা : শিক্ষার্থীদের থানা ভাঙচুর

January 23, 2019 | 3:18 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালি থানা ঘেরাও করে ভাঙচুর চালিয়েছেন নগরীর সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা। কলেজের এক শিক্ষকের সঙ্গে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে। এসময় পুলিশ সদস্যসহ ১২জন আহত হয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ সংলগ্ন রাস্তায় ইংরেজি শিক্ষক শেখ শরিফুল আলমের প্রাইভেটকারের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। বিষয়টি সমাধানে ঐ স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য আসলাম হোসেন এগিয়ে এলে শিক্ষকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়।

বিজ্ঞাপন

বিষয়টি জানাজানি হলে কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী প্রথমে টাউন হল মোড়ে রাস্তা অবরোধ করেন। পরে তারা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে কাঁচের জানালা ও দরজা ভাঙচুর করে। সেইসঙ্গে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। পুরো ঘটনা তদন্ত  করে ব্যাবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন