বিজ্ঞাপন

শিরোপা জিতলেন জাপানিজ ওসাকা

March 19, 2018 | 2:23 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের নারী এককের ফাইনালে উঠেছিল রাশিয়ার দারিয়া কাসাতকিনা এবং জাপান-আমেরিকার জাতীয়তা প্রাপ্ত নাওমি ওসাকা। দুই ২০ বছর বয়সী তরুণীর লড়াইয়ে শেষ হাসি ওসাকার।

ফাইনালে দারিয়াকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ডব্লিউটিএ শিরোপা জিতলেন ওসাকা।

এর আগে সেমি ফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন ওসাকা। সেই ম্যাচে হালেপকে ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছিলেন এই জাপানিজ। তার আগে কোয়ার্টার ফাইনালে পিসকোভাকে ৬-২, ৬-৩ গেমে হারান ওসাকা। শেষ ষোলোয় সাকারিকে হারান ৬-১, ৫-৭ আর ৬-১ গেমে।

বিজ্ঞাপন

এদিকে, প্রথম থেকে দারুণ ছন্দে থাকা রাশিয়ান তারকা দারিয়া সেমি ফাইনালে হারিয়ে দেন ভেনাস উইলিয়ামসকে। সেই ম্যাচে রাশিয়ান তারকা জেতেন ৪-৬, ৬-৪ এবং ৭-৫ গেমে। তার আগে কোয়ার্টার ফাইনালে তিনি জেতেন আঞ্জেলিক কেরবারের বিপক্ষে। ম্যাচের ফল ছিল ৬-০, ৬-২। শেষ ষোলোতে ৬-৪, ৭-৫ গেমে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে দিয়েছিলেন দারিয়া।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন