বিজ্ঞাপন

শিরোপা জিতে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার

January 28, 2018 | 5:42 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

রেকর্ড সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলা সুইজারল্যান্ডের রজার ফেদেরার শিরোপা জিতেছেন। দক্ষিণ কোরিয়ার অবাছাই চুং হিউনকে হারিয়ে ফাইনালে উঠেন আগেরবারের চ্যাম্পিয়ন ফেদেরার। রোববার (২৮ জানুয়ারি) শিরোপা লড়াইয়ে রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

এবার ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন ফেদেরার। সিলিচকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের রেকর্ড ছুঁয়েছেন ফেদেরার। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়ীদের তালিকায় শীর্ষে থাকা নোভাক জোকোভিচ ও রয় এমারসনের পাশে বসেছেন তিনি।

এবারের ফাইনালে উঠার পথে একটি সেটেও হারেননি ৩৬ বছর বয়সী ফেদেরার। পুরো টুর্নামেন্টে ফাইনালের আগে তিন সেটের বেশিও খেলতে হয়নি সুইস এই তারকাকে। তবে, রড লাভার অ্যারেনায় ফাইনালের মঞ্চে দ্বিতীয় সেটে হেরেছেন ৭-৬ গেমে, খেলতে হয়েছে চতুর্থ সেট। তার আগে প্রথম সেটে ৬-২ গেমে জিতেছেন ফেদেরার। তৃতীয় সেটে ৬-৩ গেমে জয় তুলে নেন। চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় ফেদেরার-সিলিচের। ফেদেরার হারেন ৬-৩ গেমে। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। তাতে ৬-১ এ সিলিচকে উড়িয়ে দেন ফেদেরার।

বিজ্ঞাপন

এর আগে মেলবোর্নে সেমি-ফাইনালে ২১ বছর বয়সী হিউন দ্বিতীয় সেটে নেমে বাঁ পায়ে ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নেন। প্রথম সেট ৬-১ গেমে জিতে দ্বিতীয় সেটে ৫-২ গেমে এগিয়ে ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার। দক্ষিণ কোরিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠেছিলেন হিউন।

রড লাভার অ্যারেনায় শেষ আটের ম্যাচে ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন চেক তারকা টমাস বারডিচ। ৩২ বছর বয়সী বারডিচ খুব সহজেই ছেড়ে দেননি ফেদেরারকে। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফেদেরার জয় পান ৭-৬ গেমে। তবে, দ্বিতীয় সেটে সুবিধা নিতে পারেননি বারডিচ। ৩৬ বছর বয়সী ফেদেরার জয় তুলে নেন ৬-৩ গেমে। তৃতীয় সেটে জমে উঠেছিল। ৬-৪ গেমে তৃতীয় সেটটিও নিজের করে নেন ফেদেরার।

চলমান টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে সুইজারল্যান্ডের তারকা ফেদেরার সরাসরি সেটে হারান হাঙ্গেরির তারকা মারটন ফুসোভিকসকে। প্রথম তিন সেটে ৩৬ বছর বয়সী ফেদেরারের কাছে সুবিধা করে উঠতে পারেননি ২৫ বছর বয়সী মারটন। হেরেছেন ৬-৪, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে।

বিজ্ঞাপন

প্রথম রাউন্ডে ফেদেরার ৬-৩, ৬-৪, ৬-৩ সেটে সরাসরি হারিয়েছিলেন বেদেনেকে। পরের রাউন্ডে ৬-৪, ৬-৪, ৭-৬ সেটে হারান স্টার্ফকে। তৃতীয় রাউন্ডে গাসকুয়েটকে ৬-২, ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে দেন বিশ্ব র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ফেদেরার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন