বিজ্ঞাপন

শীর্ষে ফ্রান্স, তিনে ব্রাজিল, ১১তম আর্জেন্টিনা

August 16, 2018 | 2:17 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ফ্রান্স। বিশ্বকাপ শেষের একমাস পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের র‌্যাংকিং প্রকাশ করেছে। সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আগের র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা জার্মানি ১৪ ধাপ পিছিয়ে চলে গেছে ১৫ নম্বরে।

শীর্ষে উঠতে ছয়ধাপ এগিয়েছে ফরাসিরা। সেমি ফাইনালে ফরাসিদের কাছে ১-০ গোলে হেরে যাওয়া বেলজিয়াম র‌্যাংকিংয়ের দুইয়ে স্থান করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানো বেলজিয়ানরা এগিয়েছে একধাপ, ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছিল দলটি। আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একধাপ পিছিয়ে চলে গেছে তিন নম্বরে। রাশিয়া বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠা ক্রোয়েশিয়া ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছে চার নম্বরে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যাওয়া লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের উরুগুয়ে উঠে এসেছে পাঁচ নম্বরে। ৯ ধাপ এগিয়েছে উরুগুইয়ানরা। ৬ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে ইংল্যান্ড। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপে চতুর্থ হয়ে আসর শেষ করেছিল ইংলিশরা। অবনমন হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া দলটি ৩ ধাপ পিছিয়ে চলে গেছে সাত নম্বরে। দুইধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

একধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে স্পেন। তিনধাপ এগিয়ে দশে উঠেছে ডেনমার্ক। আর ১১ নম্বরে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেওয়া আর্জেন্টাইনরা পিছিয়েছে ৬ ধাপ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের জায়গাটি চিলির দখলে। তিনধাপ পিছিয়ে গত দুইবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি রয়েছে ১২ নম্বরে। ১১ ধাপ এগিয়ে ১৩ নম্বরে সুইডেন আর ২ ধাপ এগিয়ে ১৪ নম্বরে কলম্বিয়া।

প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মানি রয়েছে ১৫ নম্বরে। চারবার বিশ্বকাপ জেতা জার্মানরা পিছিয়েছে ১৪ ধাপ। তাদের পরের জায়গাটি পেয়েছে একধাপ পিছিয়ে যাওয়া মেক্সিকো। ১৭তম জায়গাটি ধরে রেখেছে গত বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া নেদারল্যান্ডস। ১০ ধাপ পিছিয়ে ১৮ নম্বরে পোল্যান্ড, ১৯ নম্বরে ওয়েলস এবং ২০ নম্বরে পেরু।

বাংলাদেশ রয়েছে এই তালিকায় ১৯৪ নম্বরে। কোনো পরিবর্তন হয়নি লাল-সবুজদের র‌্যাংকিংয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন