বিজ্ঞাপন

‘শেখ হাসিনা-মোদি ২ দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন’

September 21, 2018 | 9:14 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ: শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ২ দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধনা দত্ত নামে একটি একাডেমি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দু’দেশের সম্পর্ক একটি শক্ত ভিতের উপর স্থাপন করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ককে এক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন।’

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমলি, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, আউটশাহী ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঢালী, প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, স্কুল কমিটির সভাপতি ফজলুল হক স্বপন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত যে, সাধনা দত্ত একাডেমি ভবন নির্মাণে ৭০ লাখ টাকা দিয়েছে ভারতীয় সরকার।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন