বিজ্ঞাপন

শেষ হলো দুই দিনের কনটেম্পোরারি ডান্স ফেস্টিভ্যাল [ফটো স্টোরি]

November 29, 2018 | 6:04 pm

শিল্পকলা একাডেমিতে ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল কনটেম্পোরারি ডান্স ফেস্টিভ্যাল। ‘ইয়ং কোরিওগ্রাফারস প্ল্যাটফর্ম ২০১৮’ শিরোনামের আয়োজনে প্রথম দিন ছিল পাঁচ জন নৃত্যশিল্পীর পরিবেশনা।

দ্বিতীয় দিন ২৮ নভেম্বর নৃত্য পরিবেশন করেন ছয়জন নৃত্যশিল্পী। শিল্পীরা হলেন তাহনুন আহমেদি, সুদেশ্না সয়ম্প্রভা, ফরহাদ আহমেদ, বৃষ্টি ব্যাপারি, ইয়াসিন আরাফাত এবং স্নাতা শাহরিন।

দৈনন্দিন জীবনের পরিশ্রমকে বিষয় করে ‘রাশ’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন তাহনুন আহমেদি

নারী-পুরুষের অধিকার কে বিষয় করেন সুদেশ্না সয়ম্প্রভা

ফরহাদ আহমেদ এর বিষয় ছিল ‘ট্রাই নট টু ক্রাই’।

ভাই-বোনের মধ্যেকার সম্পর্ক নিয়ে নৃত্য পরিবেশন করেন বৃষ্টি ব্যাপারি

মাদকের বিভৎসতা এবং নারীকে যৌন হয়রানি করার বিষয় নিয়ে নৃত্য পরিবেশন করেন যথাক্রমে ইয়াসিন আরাফাত এবং স্নাতা শাহরিন

আয়োজনের ২য় দিন অর্থাৎ শেষ দিন উৎসব স্থলে উপস্থিত ছিলেন সারাবাংলা’র স্পেশাল ফটোকরেসপন্ডেন্ট অাশীষ সেনগুপ্ত। তার ক্যামেরায় উঠে এসেছে আয়োজনের রঙ্গিন মুহূর্তগুলো …

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এএসজি/পিএ/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন