বিজ্ঞাপন

সংরক্ষিত বনের গাছ কেটে বিদ্যুৎকেন্দ্র, আদালতের না

May 21, 2018 | 3:33 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: চট্টগ্রামের মহেশখালীর সংরক্ষিত বনে তেলের ডিপো ও কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে গাছ না কাটার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ মে) অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন হাইকোর্ট ডিভিশান।

এদিন জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এই নির্দেশ দেন।

আগামী সপ্তাহে পরবর্তী শুনানির জন্য রিটটি আদালতের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

বিজ্ঞাপন

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক খোকন ও অ্যাডভোকেট তানজিম আল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তানজিম আল ইসলাম জানান, সম্প্রতি মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া সংরক্ষিত বনের গাছ কেটে তেলের ডিপো নির্মাণের সিদ্ধান্ত নেয় মন্ত্রীসভা।

গাছ কাটার ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত সপ্তাহে জনস্বার্থে রিট করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এ এম এস গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট শাখা ঘুরে সোমবার রিটটি শুনানির জন্য উঠলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চান। অ্যাটর্নি জেনারেলের মৌখিক আবেদনে আদালত শুনানি চলতি সপ্তাহে মুলতবি রাখেন।

অন্যদিকে আবেদনের পক্ষে আইনজীবী গাছকাটা বন্ধ রাখতে আদেশ চান।

সারাবাংলা/এজেডকে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন