বিজ্ঞাপন

সন্ত্রাসীদের সঙ্গে কখনও সংলাপ নয়: গোলাম দস্তগীর গাজী

October 19, 2018 | 6:09 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ: জামায়াত ও জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ে বিএনপি রাজনীতি করে তাই তাদের সঙ্গে কখনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘দুপুরে বিএনপির মওদুদ আহমদ বলেছেন সরকার ঐক্যফ্রন্টকে ভয় পেয়েছে। তাই দ্রুতই সারাদেশে আন্দোলন করে সরকারকে সংলাপে বাধ্য করা হবে। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা দেশের উন্নয়ন চায় না তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। আলোচনা তাদের সঙ্গে হবে যারা দেশের শান্তি চাই।’

বিজ্ঞাপন

‘তবে বিএনপি যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে দেশের জনগণ তাদেরকে কঠোর হস্তে দমন করবে’ বলেন গোলাম দস্তগীর গাজী।

জনবিচ্ছিন্নদের নিয়ে গঠিত বিএনপির ঐক্যফ্রন্ট এখন বিদেশিদের দ্বারস্থ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘গতকাল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তারা দেশের উন্নয়নের কথা না বলে দেশের বদনাম করছে। এরা দেশ ও মানবতার শত্রু। জনগণের সম্পৃক্ততা না পেয়ে তারা এখন বিদেশিদের পায়ে পড়ছে।’

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘সরকারের উন্নয়ন দেখলে বিএনপির শরীর জ্বলে। কিন্তু দেশের উন্নয়ন দেখে তাদের খুশি হওয়ার কথা। সেখানে বিএনপি দেশের উন্নয়ন যেন না হয় সে জন্য লাগাতারভাবে ষড়যন্ত্র করে চলেছে। শুধু তাই নয়, তারেক জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা করেছিল। তার বিচার হয়েছে। কিন্তু বাংলার জনগণ চেয়েছিল তার সবোর্চ্চ সাজা হবে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘এ রূপগঞ্জে ১০ বছর আগে রাস্তাঘাট দিয়ে চলাচল করা যেত না। এখন প্রতিটি রাস্তা পাকা হয়েছে। বাড়িতে বাড়িতে এখন বিদ্যুৎ ও গ্যাস দেওয়া হয়েছে। স্কুল ও কলেজগুলো সরকারিকরণের পাশাপাশি নতুন ভবন হয়েছে। এতকিছু উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার।’

তাই আগামী একাদশ জাতীয় নিবার্চন দেশের মানুষ আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে বলে আশা করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কাযর্নিবাহী কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, মোড়াপাড়া সরকারি কলেজের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, জেলা পরিষদের সদস্য শ্রী শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, ত্রাণ বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া,রূপগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা প্রমুখ।

এসজে/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন