বিজ্ঞাপন

সন্ধ্যায় নামবে ঝড়!

June 26, 2018 | 1:59 pm

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

আষাঢ় মাসের প্রথম অর্ধেক প্রায় যাওয়ার পথে। আজ আষাঢ়ের ১২ তারিখ। বৃষ্টি প্রতিদিন নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। আকাশেও মেঘের দারুণ প্রাধান্য। একদম শতভাগ আকাশ দখল করে রেখেছে। তবে তাই বলে সূর্য যে দমে আছে তা কিন্তু নয়।

আবহাওয়ার পূর্বাভাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বর্ষাকালে এসেও বজ্র ঝড়ের সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে বজ্রপাতের কারণে ঘটা দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

মেঘ অনেক থাকলেও মেঘের ফলে সূর্যের তাপ ছড়ানোতে কোনো বাধা তৈরি করতে পারছে না। সূর্য এখন এতটাই তেজী। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও মেঘ আর আর্দ্রতার আশীর্বাদে গায়ে গরম লাগবে অনেক অনেক বেশি।

বিজ্ঞাপন

বিকাল থেকে সন্ধ্যা নাগাদ একটা ঝড়ের পূর্বাভাস দেওয়া হচ্ছে। অফিস ফিরতিদের তাই সতর্ক থাকতে হবে এই ঝড় থেকে। ঝড়ের সম্ভাবনা দেখলে কিছুক্ষণ পরেই ঘর থেকে বের হওয়া ভালো। এমনি জ্যামের ভোগান্তি এর উপর ঝড়-বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়বে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন