বিজ্ঞাপন

‘সবুজ পরিবেশ আন্দোলন’র সাথে মাশরাফি

March 20, 2018 | 8:29 pm

শাহ্ ওমর, স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘সবুজ পরিবেশ আন্দোলন’ নামে একটি কর্মসূচির আত্মপ্রকাশ ঘটলো।

অনুষ্ঠানে উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ। সবুজ পরিবেশ আন্দোলনের সমন্বয়ক দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যান ড. একে আজাদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন


আর ছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিকায়ক মাশরাফি বিন মর্তুজা।

অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত গেয়ে ও পায়রা উড়িয়ে আগত অতিথিরা কর্মসূচির উদ্ধোধন করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আগত অথিতিরা সবুজ পরিবেশ আন্দোলনের আগামী দিনের পথচলার সফলতা কামনা করেন।
তবে অনুষ্ঠানে আলোচনায় সকলের কাছে অন্যতম আকর্ষণ হয়েছিলো মাশরাফি বিন মর্তুজার বক্তৃতা।

সে বক্তব্যে অবধারিতভাবে আসে নিহাদাস ট্রফির ফাইনালে ভারতের সাথে পরাজয়ের প্রসঙ্গ। তিনি বলেন, ক্রিকেট নিয়ে কি বলবো। মনটা একটু খারাপ আছে, সবারই। তাই খেলা নিয়ে কথা বলতে চাই না। সামনে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে।
এরপর আসে মূল প্রসঙ্গ। মাশরাফ বিন মর্তুজা বলেন, ‘সবুজ পরিবেশ আন্দোলন’, এই কথাটিতে প্রথমেই আমার কাছে সমস্যা মনে হচ্ছে।

বিজ্ঞাপন

আন্দোলন কেন? সত্যিই খারাপ লাগছে, আন্দোলন কেন করতে হবে, সবুজ পরিবেশের জন্য? সবুজ পরিবেশ তো আমাদের ছিল!

তিনি বলেন, তারপরও আমরা জানি পরিস্থিতি আগের মতো নেই। বিশেষ করে ঢাকা ও চট্রগ্রাম মহানগরে সবুজ বলে কিছুই নেই।

ঢাকার বাইরের দিকে যদি আমরা তাকাই তাহলে সবুজ কিছুটা পাওয়া যায়। তবে আমাদের তা সংরক্ষণ করতে হবে।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন সবুজ পরিবেশ আন্দোলনের আগামী পথচলায় সকলের সহযোগিতা কামনা করে আগামীতে সবুজ বাংলা বিনির্মাণের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসও/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন