বিজ্ঞাপন

সব ক্ষেত্রে পণ্যের গুণগত মান বজায় রাখতে হবে : শিল্পমন্ত্রী

May 20, 2018 | 7:44 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: চলমান উন্নয়ন কর্মযজ্ঞসহ সবক্ষেত্রে পণ্যের গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘রফতানিমুখী পণ্যে বিশ্বে প্রতিযোগিতা আছে। রফতানি যদি বাড়াতে হয় সমস্ত পণ্যের গুণগত মান বজায় রাখতে হবে। দেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তাতে রড-সিমেন্টের গুণগত মানও বজায় রাখতে হবে।’

রোববার (২০ মে) বিকেলে রাজধানীর বিএসটিআই সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রমবিবর্তন।’

শিল্পমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে মানসম্মত পণ্য রফতানি করতে না পারলে বহির্বিশ্বের ক্রেতারা আমাদের উপর আস্থা হারাবে। রফতানিমুখী পণ্যে বিশ্বে প্রতিযোগিতা আছে। প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতা আছে। বিএসটিআইকে আরও সচেতন হতে হবে যাতে গুণগত মান বজায় রাখা যায়। রফতানি যদি বাড়াতে হয় সমস্ত পণ্যের গুণগত মান বজায় রাখতে হবে। যারা দায়িত্বে আছেন তাদেরকেই ন্যূনতম মান নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনস্বার্থে যেকোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের পণ্য ও সেবার বিরুদ্ধে আপোসহীন ভূমিকা পালন করতে হবে। বিএসটিআই-এর চলমান ভেজালবিরোধী বিশেষ অভিযান রমজান উপলক্ষে আরও জোরদার করতে হবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিম্নমানের, ভেজাল, নকল ও অস্বাস্থ্যকর পণ্য কেনা-বেচার মাধ্যমে রমজানের পবিত্রতা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

নিন্মমানের উপকরণ ব্যবহারের কারণে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেওয়ার কারণ হচ্ছে যারা সেদিন কাজটি করেছিল তারা ফাঁকি দিয়েছিল। এসব ক্ষেত্রে উপকরণের মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই ফাটল ধরা শুধু নয়, এটা মানুষের জীবনের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় তিনি পদ্মাসেতুসহ সকল উন্নয়ন কর্মযজ্ঞে উপকরণের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।’

বিএসটিআই মহাপরিচালক সরদার আবুল কালাম কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক ও বিএসটিআই-এর পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন