বিজ্ঞাপন

সমালোচক সাইফের পাশে রাহুল

July 16, 2018 | 10:39 am

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

অনুরাগ কাশ্যপের ‘স্যাকরেড গেমস’ মুক্তির পর হাওয়ায় উড়ছেন সাইফ আলী খান। টিভি সিরিজটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন এই অভিনেতা। সাইফ অভিনীত ‘সরতাজ সিং’ চরিত্রটিকে তুলনা করা হচ্ছে ‘নার্কোস’-এর পেড্রো পাসকাল অভিনীত হাভিয়ের পেনা চরিত্রটির সঙ্গে। অনেক চিত্রসমালোচক বলছেন, ভারতীয় সিনেমার ইতিহাস সরতাজকে মনে রাখবে অনেকদিন।

এই আনন্দের মাঝেও সাইফ অবশ্য জড়িয়ে পড়েছেন নতুন এক বিতর্কে। ভারতের রাজনৈতিক অবস্থার বর্ণনা করতে গিয়ে করে বসেছেন বিস্ফোরক এক মন্তব্য। সাইফ বলেছেন, ‘সরকারের সমালোচনা করলে এদেশে প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

স্যাকরেড গেমস নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই সিরিজে দেশটির একজন কিংবদন্তী নেতাকে ছোট করার অভিযোগ তুলছেন অনেকে। এটা নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাইফ। পতৌদির এই নবাব বলেন, ‘ভারতে কেউ অন্য জাতের কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তাকে খুন করা হতে পারে। আমি জানি না, ভারতে সরকারের সমালোচনা কতটা করা যায়। এখানে সরকারের সমালোচনা করলে কেউ খুনও হয়ে যেতে পারে।’

বিজ্ঞাপন

এই বিতর্কে সাইফ অবশ্য পাশে পাচ্ছেন রাহুল গান্ধীকে। কংগ্রেসের বর্তমান সভাপতি ক্ষুদে বক্তব্যের সাইট টুইটারে লিখেছেন, ‘মত প্রকাশের স্বাধীনতা মৌলিক গণতান্ত্রিক অধিকার। কল্পিত ওয়েব সিরিজ তার বাবার ভাবমূর্তি বদলাতে পারবে না।’

এই গণতান্ত্রিক মনোভাবের জন্য রাহুল গান্ধীর প্রশংসা করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সিরিজটিতে আদবাণীর রথযাত্রা, বাবরি মসজিদ ধ্বংস, মুম্বাই বিস্ফোরণ-সহ বেশ কিছু বিতর্কিত ঘটনার উল্লেখ রয়েছে। এমন সংলাপও রয়েছে যে ধর্ম ভারতে সবচেয়ে বড় ব্যবসা। হয়তো এ কারণেই ‘স্যাকরেড গেমস’ নিয়ে অনেকেই রয়েছেন অস্বস্থিতে।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন