বিজ্ঞাপন

সম্ভাব্য সব কিছুই আমি অর্জন করেছি: ফেদেরার

February 19, 2018 | 7:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

২০১৮ সালে টানা ১২ ম্যাচ অপরাজিত রয়েছেন রজার ফেদেরার। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রাফায়েল নাদালকে হটিয়ে রেকর্ড গড়ে সবচেয়ে বেশি বয়সে পুরুষ এককে টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসা ফেদেরার সবশেষ নেদারল্যান্ডসে অনুষ্ঠিত রটারডাম ওপেনের শিরোপা জিতেছেন।

ফেদেরারের ক্যারিয়ারে এখন ৯৭টি শিরোপা। ফাইনালে ৩৬ বছর বয়সী ফেদেরার দ্বিতীয় বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-২, ৬-২ গেমে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেন। শিরোপা জিততে ফেদেরারকে লড়তে হয় মাত্র ৫৫ মিনিট। বুলগেরিয়ান দিমিত্রভের বিপক্ষে এখন ফেদেরারের জয়ের অনুপাত দাঁড়ালো ৭:০।

টেনিসের আধুনিক যুগে একমাত্র যুক্তরাষ্ট্রের জিমি কনর্স ফেদেরারের থেকে বেশি শিরোপা জিতেছেন। কনর্সের শোকেসে শিরোপা ১০৯টি। টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ৩০৩ সপ্তাহ টানা নাম্বার ওয়ান থাকার রেকর্ড এখনও রজার ফেদেরারের।

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যমে ফেদেরার জানান, ‘সপ্তাহটা দুর্দান্ত কেটেছে। সপ্তাহের শুরুতে লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা। কিন্তু সব মিলিয়ে সম্ভাব্য সব কিছুই আমি অর্জন করেছি। সত্যিকার অর্থেই আমি দারুন খুশি।’

২০০৫ ও ২০১২ সালের পর এ নিয়ে তৃতীয়বারের মতো রটারডামের শিরোপা জিতলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।

গত ১৩ মাসে তিনটি মেজর টুর্নামেন্ট জিতে ফেদেরার র‌্যাংকিংয়ে শীর্ষস্থানের কাছাকাছি আসেন। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন তাকে এগিয়ে নিতে সাহায্য করে। অথচ গত বছর হাঁটুর অস্ত্রোপচারের পর জানুয়ারিতে র‌্যাংকিংয়ে ১৭তম স্থানে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন