বিজ্ঞাপন

সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ২ যুবক গ্রেফতার

November 14, 2018 | 7:28 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- আয়াজ সিদ্দিকী সামীর ও ইমরান হোসেন রবিন।

যমুনা টেলিভিশনের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে আয়াজ সিদ্দিকী সামীর নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে নগরীর শহীদ নগরের বাসা থেকে গ্রেফতার করা হয় তার সহযোগী ইমরান হোসেন রবিনকে।

রবিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এরা দুজন আসলে প্রতারক ও চাঁদাবাজ। এক্ষেত্রে তারা সাংবাদিক পরিচয়টা ব্যবহার করে। কিছু ভুয়া পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড বানিয়ে তারা এই অপরাধ করে। দুজনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন