বিজ্ঞাপন

সাইক্লোন মেকুনুর আঘাতে ওমানে শিশুসহ নিহত ২

May 26, 2018 | 9:01 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

আরব উপদ্বীপের দেশ ওমানের দক্ষিণাংশে ক্রান্তীয় সাইক্লোন মেকুনুর আঘাতে অন্তত দুইজন মারা গেছেন। এর মধ্যে একজন ১২ বছর বয়সী এক শিশু। আহত হয়েছেন অন্তত ৩ জন।

দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সাইক্লোনের কারণে সমুদ্রতীরবর্তী দোহোফার এবং আল-উসটা প্রদেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। প্রচণ্ড বাতাসের ধাক্কায় দেয়ালের সঙ্গে আঘাত লেগে ওই শিশুর মৃত্যু হয়। জোয়ারের পানিতে গাড়িসহ ভেসে গিয়ে মারা গেছেন আরও এক ব্যক্তি।

ঘণ্টায় ১৭০ কি.মি. বাতাসের গতিবেগে ওই এলাকার বিভিন্ন স্থাপনা ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। অসংখ্য মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ইয়েমেনের সকোট্রা উপদ্বীপ লণ্ডভণ্ডের পর সাইক্লোন মেকুনু এসে পৌঁছায় ওমানের দ্বিতীয় প্রধান শহর সালালাহরের পশ্চিমে। সেখানে ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর সাইক্লোনটি দুর্বল হয়ে যায়।

এরপর শনিবার সমুদ্রতীরবর্তী দোহোফার এবং আল-উসটা প্রদেশে পৌঁছায়। ইয়েমেনে মিকুনুর আঘাতে ৭ জন মারা গেছেন এবং বহু নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন