বিজ্ঞাপন

সাকিবের মাইলফলকে মোস্তাফিজের টুইট

April 25, 2018 | 2:03 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

মাত্র একটা উইকেটের অপেক্ষায় ছিলেন সাকিব। আগের দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর সবশেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে নিজের প্রথম ওভারেই সেই উইকেটটি তুলে নেন হায়দ্রাবাদের অলরাউন্ডার সাকিব। এরই সঙ্গে বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের বিরল ক্লাবে প্রবেশ করেন তিনি।

রোহিত শর্মা-মোস্তাফিজদের মুম্বাইয়ের বিপক্ষে তাদের মাঠে নেমেই জয় তুলে নিয়েছে সাকিবের হায়দ্রাবাদ। সেই ম্যাচে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মালিক হয়ে যান সাকিব।

সাকিবের দুর্দান্ত কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন মোস্তাফিজ। এক টুইট বার্তায় মোস্তাফিজ লেখেন, ‘মাঠে আরেকটি কঠিন দিন গেল। কিন্তু ভালো লাগছে টি-টোয়েন্টিতে বাঁহাতি স্পিনার হিসেবে প্রথম সাকিব ভাই ৩০০ উইকেটের দেখা পেলেন। আর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।’

বিজ্ঞাপন

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে চার হাজারের বেশি রান করেছেন সাকিব। ৪ হাজারের বেশি রান আর বল হাতে ৩০০ উইকেট শিকারের রেকর্ডে নাম রয়েছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। তবে, বল হাতে টি-টোয়েন্টিতে ব্রাভো-সাকিব ছাড়াও ৩০০ উইকেটের মালিক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন, পাকিস্তানের স্পিনার শহীদ আফ্রিদি। পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেট শিকারি বোলারদের ক্লাবে প্রবেশ করেন সাকিব, বাঁহাতি স্পিনার হিসেবে প্রথম।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন