বিজ্ঞাপন

সাত ম্যাচ মাঠের বাইরে হ্যারি কেইন

January 15, 2019 | 4:27 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন টটেনহ্যাম হটস্পারসের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। ফলে সাইডলাইনে চলে যেতে হয়েছে এই ইংলিশ তারকাকে। প্রতিপক্ষের বসনিয়ান গোলরক্ষক বেগোভিচের পায়ের নিচে পড়ে কেইনের পা মচকে যায়। ইংলিশ গণমাধ্যমের খবর, প্রায় সাতটি ম্যাচ মিস করতে যাচ্ছেন কেইন।

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কেইনকে। এক মাসের সূচিতে দুটি বড় ম্যাচে মাঠে নামা হবে না তার। এরমধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও।

আগামী ২৪ জানুয়ারি কারাবাও কাপের সেমি ফাইনালে চেলসির মুখোমুখি হবে টটেনহ্যাম। সেমি ফাইনালের দ্বিতীয় লেগে দলের সেরা তারকাকে ছাড়াই খেলতে হবে টটেনহ্যামকে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও খেলা হচ্ছে না কেইনের। আগামী ১৩ ফেব্রুয়ারি নিজেদের মাঠ ওয়েম্বলিতে বরুশিয়ার বিপক্ষে প্রথম লেগে কেইনের খেলা নিয়ে শঙ্কা থাকছে।

বিজ্ঞাপন

কোন কোন ম্যাচে কেইনের খেলা হচ্ছে না:
১। ফুলহ্যাম-টটেনহ্যাম
২। চেলসি-টটেনহ্যাম
৩। ক্রিস্টাল প্যালেস-টটেনহ্যাম
৪। ওয়াটফোর্ড-টটেনহ্যাম
৫। নিউক্যাসল-টটেনহ্যাম
৬। লিচেস্টার সিটি-টটেনহ্যাম
৭। বরুশিয়া-টটেনহ্যাম

আগামী ২৩ ফেব্রুয়ারি লিগের ম্যাচে খেলতে পারেন কেইন। সেদিন বার্নলির বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন