বিজ্ঞাপন

সাদপন্থীদের আখেরি মোনাজাত মঙ্গলবার

February 17, 2019 | 9:47 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে সাদপন্থীদের আখেরি মোনাজাত আগামীকাল হচ্ছে না। আগামী মঙ্গলবার এই মোনাজাত সকালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাকরাইলের সাদপন্থী মুরুব্বী মাওলানা আশরাফ আলী।

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি সারাবাংলাকে বলেন, ‘অন্যবার ইজতেমা শুরুর দুই চারদিন আগে থেকেই সারাদেশ থেকে তাবলীগ অনুসারীরা ইজতেমা ময়দানে আসেন। এবার ইজতেমা দুই ভাগে ভাগ হওয়ায় সাদপন্থী অনুসারীরা আগে আসতে পারেনি। অনেকেই আজ রোববার এসেছেন। সকাল বেলা বৃষ্টি থাকায় ইজতেমায় সমস্যা হয়েছে। আজ সারাদিন লোকজন আসছেন, আবার অনেকেই রাতেও আসবেন। তাই আগামীকালের পরিবর্তে মঙ্গলবার সকাল ১০টায় আখেরি মোনাজাত অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।’

মুরুব্বী মাওলানা আশরাফ আলী বলেন, ‘একদিন পরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হলে তো কারও সমস্যা হচ্ছে না। দেশে এরকম কোনো জরুরি পরিস্থিতিও সৃষ্টি হয়নি যে তাড়াহুড়ো করে আখেরি মোনাজাত শেষ করতে হবে। এছাড়া আরেক পক্ষ (জোবায়ের পন্থী) তো আগেই ইজতেমা শেষ করেছেন। তাদেরও তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারাও তাদের মতো করে সুন্দরভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ করেছেন। আমরাও ভালোভাবে শেষ করতে চাই ইজতেমা। এতে সবার সহযোগিতা কামনা করছি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।’

বিজ্ঞাপন

দ্বিতীয় দফায় আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন জানতে চাইলে মাওলানা আশরাফ আলী বলেন, ‘এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’ সাদ হুজুর আসবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

তাবলীগের সাদপন্থীদের যৌক্তিক দাবি, মাওলানা জোবায়েরপন্থীরা দুইদিনের নামে চারদিন ছিল। অর্থাৎ বুধবার থেকেই তারা মাঠে ছিল। শনিবার মোনাজাত করেছেন। তারা শনিবার রাত থেকে রোববার পর্যন্ত এসেছেন। তাই তারা একদিন পিছিয়ে মঙ্গলবার মোনাজাত করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জোবায়েরপন্থী তাবলীগ জামাতের হুজুর মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘শুক্রবার ও শনিবার ইজতেমা বাস্তবায়ন করতে গেলে দুই চারদিন আগে থেকেই ইজতেমা ময়দানে কাজ করতে হয়। যারা আগে এসেছিল তারা তো বাড়ি ফিরে গিয়ে আবার আসতে পারে না। তারা একেবারই এসে ইজতেমা শেষ করে বাড়ি ফিরেছেন। তাদের অভিযোগ কল্পনাপ্রসূত। আমরা তো ময়দান প্রস্তুত করেছি। তারা রেডিমেট ময়দান পেয়েছেন। এখন তারা যদি আখেরি মোনাজাত একদিন পিছিয়ে মঙ্গলবার করতে চায়, করুক। আমরা এ বিষয়টি জানি না। প্রশাসনকে উভয়পক্ষই লিখিত দিয়েছিলাম নির্ধারিত সময়ের মধ্যেই ইজতেমা শেষ করব। এখন তারা পিছিয়ে থাকলে প্রশাসন বিষয়টি দেখবে। না দেখলে পরবর্তীতে আমরা বিষয়টি নিয়ে কথা বলব।’

বিজ্ঞাপন

রোববার সকালে উত্তরাঞ্চল থেকে টঙ্গির তুরাগ তীরে ইজতেমায় অংশ নিয়েছেন বাবুল হোসেন। তিনি বলেন, ‘আগামীকাল আখেরি মোনাজাত হচ্ছে না। মঙ্গলবার সকালের দিকে মোনাজাত হবে এমনটাই জেনেছি।’

র‌্যাব-১ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্ণেল সারোয়ার বিন কাশেমের মোবাইল ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এরপর র‌্যাব-১ এর মেজর রাকিবুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় আখেরি মোনাজাত পিছিয়েছে।’

দ্বিতীয় দফা আখেরি মোনাজাত পেছানোর ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, ‘আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার সকাল ১০টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।’

কেন পিছিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।’ নিরাপত্তা ঘাটতির কারণে আখেরি মোনাজাত পেছানো হয়েছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন