বিজ্ঞাপন

সাদমান-মজিদে রান পাহাড়ে সেন্ট্রাল জোন

April 24, 2018 | 6:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

এক অর্থে ম্যাচটা গুরুত্বহীনই। দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা শেষ। নির্ভার বলেই বোধ হয় ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটসম্যানরা রানবন্যা বইয়ে দিলেন রাজশাহীতে। ইসলামি ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে আজ সেঞ্চুরি পেয়েছেন সেন্ট্রাল জোনের সাদমান ইসলাম ও আবদুল মজিদ। প্রথম দিন শেষে সেন্ট্রাল জোন ৪ উইকেট হারিয়ে করে ফেলেছে ৪০৬ রান।

রাজশাহীতে শুরুটা অবশ্য ভালো হয়নি সেন্ট্রাল জোনের। ২৯ রানেই ফিরে গেছেন তরুণ ওপেনার সাইফ হাসান। ওই ২৯ রানেই আহত অবসরে গেছেন সাদমান ইসলাম, ব্যাটিংয়ে নেমেছেন মার্শাল আইয়ুব। দুজনের জুটিতে ৭৭ রান ওঠার পর আউট হয়ে গেছেন মার্শাল। রানের চাকা অবশ্য চলছিলই, ২৪.৩ ওভারেই উঠে গেছে ১০০ রান, মজিদ ফিফটি পেয়েছেন ৫১ বলে, ১১৪ বলে পেয়ে গেছেন সেঞ্চুরি। এবার সঙ্গী ছিলেন মেহরাব জুনিয়র, তাঁকে নিয়ে গড়েছেন ৭২ রানের জুটি।

এরপরেই আবার সুস্থ হয়ে মাঠে নেমেছেন সাদমান। কিন্তু মজিদই পরে আবার অসুস্থ হয়ে গেছেন, ১৮২ বলে ১৫৯ রান করে আহত অবসরে গেছেন। সেন্ট্রাল জোনের রান তখন ৩ উইকেটে ৩০৪ রান। ওদিকে সাদমানও তখন হাত খুলে খেলতে শুরু করে দিয়েছেন, ১৩৮ বলে পেয়ে গেছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫৭ বলে ১১২ রান করে স্টাম্পড হয়ে গেছেন সোহাগ গাজীর বলে।

বিজ্ঞাপন

দিন শেষে ৮৯ ওভারে ৪০৬ রান করেছে সেন্ট্রাল জোন, ৪৯ বলে ৫০ রান করে অপরাজিত আছেন শুভাগত হোম। মোশাররফ রুবেল অপরাজিত ৭ রানে। ইস্ট জোনের হয়ে ১৪০ রানে ৩ উইকেট নিয়েছেন সোহাগ গাজী।

 

সারাবাংলা/ এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন