বিজ্ঞাপন

সাম্পাওলিকে ছেঁটে গার্দিওলাকে চায় মেসিরা

July 5, 2018 | 12:06 am

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিশ্বকাপে নক আউট পর্ব থেকে বিদায়ের পর কোচ হোর্হে সাম্পাওলিকে ছাঁটাইয়ের চিন্তা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এ জন্য ফেডারেশন বড় ক্ষতিপূরণ দিতে রাজি। সাম্পাওলির জায়গায় ম্যান সিটির কোচ পেপ গার্দিওলাকে দেখতে চায় দেশটির সর্বোচ্চ ফুটবল অভিভাবক।

তাই গার্দিওলাকে বারবার যোগাযোগ করছে আলবিসেলেস্তেদের পরবর্তী কোচ বানানোর জন্য। বিশ্বকাপের বিপর্যয়ের পর তারা বর্তমান কোচকে ছাঁটাই করে গার্দিওলাকে কোচ করতে মোটা অংশ দিতেও রাজি হয়েছে।

শেষ খবর বলছে, হোর্হে সাম্পাওলি যেকোনও মুহূর্তে পদত্যাগ করতে পারেন বা তাকে ছাঁটাই করা হতে পারে। তার জায়গায় নতুন কোচ হিসেবে স্থলাভিষিক্ত হতে পারে পেপ গার্দিওলা।

বিজ্ঞাপন

রিপোর্ট বলছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই কাতালান কোচকে প্রতিবছর ১২ মিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব রেখেছে। লক্ষ্য থাকবে কাতার বিশ্বকাপ। চার বছরের চুক্তি চায় আর্জেন্টিনা।

মেসির উত্থানটা হয়েছে গার্দিওলা যুগে যেটা বড় কারণ হতে পারে গার্দিওলাকে আলবিসেলেস্তেদের শিবিরে আনার। সূত্র মতে, ম্যান সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ফেডারেশনকের হর্তাকর্তাকে এই কোচকে প্রস্তাবের বিষয়ে জানিয়েছেন।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন