Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রন্থমেলায় জাকারিয়া মন্ডলের ‘পাহাড়ের ভাঁজে মহাকাব্য’


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৭

প্রাণের মেলা ডেস্ক ।।

পাহাড়ের ভাঁজে মহাকাব্য। জাকারিয়া মন্ডল এর ভ্রমণ গল্পগ্রন্থ। চার রঙে ছাপা বইটির মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় শুদ্ধপ্রকাশের (৩৯৮) স্টলে।

সরেজমিন অভিজ্ঞতায় এ গ্রন্থের কাঠামো গাঁথা। তাতে কিংবদন্তি, ঐতিহ্য, ইতিহাস, সাহিত্য, সভ্যতার ছিটেফোঁটা। সঙ্গে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, মহাপুরাণ, উপপুরাণের অল্প-বিস্তর আখ্যান।

অধিকাংশ তীর্থ পাহাড়-পর্বতে হওয়ায় এই গ্রন্থের নাম ‘পাহাড়ের ভাঁজে মহাকাব্য’। এতে মালয়েশিয়ার পাঁচটি, ত্রিপুরার চারটি এবং নেপাল, বাহরাইন ও বোর্নিও দ্বীপের একটি করে মোট ১২টি ভ্রমণ গল্প স্থান পেয়েছে। এগুলোতে তীর্থ ও প্রত্ন, পর্যটনের পাশাপাশি গুরুত্বপূর্ণ নদী, পাহাড়, ঝরনা, জলাশয়, বন, মরুভূমি ইত্যাদিসহ ঐতিহাসিক স্থান দর্শনের লোভ সামলানো সম্ভব হয়নি।

সরেজমিনের সবটুকু অভিজ্ঞতাই সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্বপালনকালে অর্জিত। যদিও সীমিত কলেবরে অনেক বিষয়েই বিস্তারিত বলা যায়নি। তবে গল্পের প্রয়োজনে কিছু চরিত্র ও ঘটনার বৈচিত্র্য খোঁজার চেষ্টা করা হয়েছে।

সারাবাংলা/পিএম

জাকারিয়া মন্ডল পাহাড়ের ভাঁজে মহাকাব্য বইমেলা শুদ্ধপ্রকাশ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর