Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় সাহাদাত পারভেজের ‘গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি’


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৮

স্টাফ করেসপডেন্ট : 

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আলোকচিত্রী সাহাদাত পারভেজের বই ‘গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি’। বইটি প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ১৭৬ পৃষ্ঠার এই বইটির দাম ৩৭৫ টাকা। বইটি অমর একুশে গ্রন্থমেলায় সাহিত্য প্রকাশের ২৫৩-২৫৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

১৯৭১ সালের ৯ মে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। বর্বর ঘটনা সংঘটনের চার দশকেরও বেশি সময় পরে সাহাদাত পারভেজ পরম নিষ্ঠা, আন্তরিকতা আর মমত্ব নিয়ে উদ্ধার করেছেন সেই গণহত্যার অনুপুঙ্খ বিবরণ। তার এই বই আমাদের ফিরিয়ে নিয়ে যায় ৯ মে, ১৯৭১ সালের রক্তস্নাত দিনে। হত্যা, মৃত্যু ও বিভীষিকার ছবি আবারও জীবন্ত হয়ে ওঠে।
সাহাদাত পারভেজ একজন স্বনামখ্যাত আলোকচিত্র সাংবাদিক, লেখক ও গবেষক। তার প্রথম কবিতার বই ‘যে ছবি হৃদয়ে আঁকা’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে, কলেজে পড়ার সময়। ২০১২ সালের জুনে প্রকাশিত হয় ফটো অ্যালবাম শতবর্ষের পথিক। শেকড়ের খোঁজে, একটি বিদ্যালয় বৃত্তান্ত, গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য তাঁর উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ।

সারাবাংলা/এসএমএম/পিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর