Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারওয়ার-উল-ইসলামের ‘সকালবেলার রোদ্দুর’


২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৯

স্টাফ করেসপন্ডেন্ট ।। 

একটা চড়ুই বৃষ্টিতে কাল ভিজছিল

বৃষ্টিতে সে গোসল সেরে নিচ্ছিল

ভিজছিল তার পালক এবং পুচ্ছ

চড়ুই পাখি গোসল করে বুঝছো?

চড়ুইপাখি নামের ছোট্ট একটি ছড়া। বইয়ের প্রথম ছড়া এটি। এ রকম মজার মজার ২০টি ছড়া দিয়ে সাজানো হয়েছে সারওয়ার-উল-ইসলামের ছড়ার বই “সকালবেলার রোদ্দুর”। প্রতিটি ছড়ার সাথে আছে চার রঙা মজার মজার সব অলংকরণ। যা ব্ইইয়ের ছড়াগুলোকে করেছে জীবন্ত। ‘সকাল বেলার রোদ্দুর’ বইটির প্রচ্ছদ করেছেন কাজল চৌধুরী। আর প্রকাশ করেছে পাঞ্জেরী।

সারওয়ার-উল-ইসলাম দীর্ঘ দিন ধরে লিখছেন ছোটদের জন্য। প্রকাশিত হয়েছে বেশকিছু বই। পূর্বের বইগুলোর মতো এই বইটিও শিশু-কিশোরদের ভালো লাগবে বলে বিশ্বাস তার।

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর