Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসান হাফিজের একগুচ্ছ কবিতা


২০ মে ২০২২ ১৫:৩০

জন্মের ভিতর-শব্দ

জেগে থাকলে সাড়া দাও
গোঙানি হলেও আলতো শব্দ করো,
শব্দই জীবন জানি, শব্দওমে ফুল ফোটে
প্রবাহিত হয় নদী, হাওয়া বয়
চাঁদের চঞ্চল জোছনা ঠিকরে পড়ে
সমুদ্র ফেনায়, আর্ত চরাচরে
মাটির ভিতরে বীজ
বীজের ভিতরে ভ্রুণ
ভ্রূণের ভিতরে জন্ম
জন্মের ভিতরে শব্দ
সুপ্তি হয়ে অধিষ্ঠান করে, থাকে অপেক্ষায়
সময় সুযোগ মত ডানা মেলবে আপন আকাশে
সেই হেতু আকাশও অপেক্ষমাণ, অস্থিরতা বাড়ে ধীরে ধীরে
শব্দই স্বয়ম্ভু, শক্তি, উত্থানের সৃজনগরিমা
কবিতার কণ্ঠহার লাবণ্যশর্করা স্নেহ
সবকিছু-আশ্রয় প্রশ্রয়, মিহি
অভিমান ক্রোধ কাম বিবমিষা
অতীন্দ্রিয় নৃত্যমুদ্রা রিনিঝিনি, আধো তারে চিনি,
শব্দই জীবন জানি, শব্দেই জাগ্রত হয় বসন্ত মদিরা

বিজ্ঞাপন

হয়তো হবে না দেখা

কথা ছিল নিজেকেই অতিক্রমণের। কথা ওই
কথার মধ্যেই থাকে, বাস্তবের সঙ্গে তার লেশমাত্র
যোগাযোগ নেই। সীমিত সামান্য গণ্ডি ছিল বুঝি
নিয়তির পাকেচক্রে আবর্তিত। এই বাইরে
কীভাবে কেমন করে যেতে হয়, জানা নেই।
কথা ছিল মানুষ মানুষ হবে। পশুত্ব বাকল ছিঁড়ে
হয়ে উঠবে আলোর বর্তিকা। কিন্তু সেই মানুষেরা
রয়ে গেছে অমানুষই। অলীক কল্পনা স্বপ্নে
বিভ্রমের বেড়াজালে মোহে ও মাৎসর্যে তাই কেটে যাচ্ছে
বেগানা জীবন। গুম হচ্ছে, রক্তপাতও অবারিত,
নাফ নদী রক্তে লাল, মানবতা গোঙায় কোঁকায়
মনে পড়েছে সেই পঙ্ক্তি, জীবন-কবির যেটা,
যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে
তার হয় নাকো দেখা। হয়তো দেখা কখনো হবে না!

বিজ্ঞাপন

এসো বোসো ছুঁতে দাও

হাটে ও হালটে খুঁজি শৈশব তোমাকে
ধরা দাও, দেখা দাও
আম-কাটা ছুরি দেব
বড়শিতে ফলি মাছ
জোছনায় উধাও প্রান্তর
পাড়ভাঙা নদীর তিয়াস
মুঠোভরে নিয়ো তুমি অকৃপণ
আমি যদি নিঃস্ব হই, হলাম কী ক্ষতি
তোমাকে একটু যদি ছোঁয়া যায়
শিহরিত হতে পারি
দু’জনায় দেব গাঙ পাড়ি
তুমি আছো দূর ঠিকানায়
কাছে এসো, বোসো তুমি দুই দণ্ড
কী ক্ষতি কী ক্ষতি
এসো, ধরো হাত-
যা হবার হবে
ধন্দ পরিণতি
আমি অন্ধ ভুলেছি জীবনছন্দ
হও তুমি অগতির গতি
ও বন্ধু জীবন!

বৃথা উঁকিঝুঁকি

মনে মনে লিখলাম এই চিঠি
পড়ে নিয়ো মনে মনে
অক্ষর বর্ণের কোনো বাহুল্য রখিনি
তুমি তো মানবী নও
প্রকৃতি-দয়িতা
মনোভাষা সে জন্যেই ভালোমতো
আয়ত্ত করেছো
পড়ে নিতে সুতরাং সমস্যা হবে না
চিঠির তো চল নাই আজকাল
উঠে গেছে কবে
এখন মেসেজে টেক্সটে
কতটুকু খোলা যায়
মনের দরোজা?
সেই প্রশ্ন উঁকিঝুঁকি দেবেই, দিচ্ছেও
মীমাংসার মৌলসুখ মিলবে না আর কোনো দিন…

জানা নাই

কে যায় কে যায়

কেউ যায় না যেতেও ইচ্ছুক নয়

এই দৃশ্য দেখছো তুমি

মনেরই ভিতরে

মনের মহলা গুপ্ত

লাখো লাখো অগণন

চোরাকুঠুরির ঠাঁই

এই গুপ্তি রহস্যের

খুঁটিনাটি জানো কতটুকু?

জানা নাই জানার চেষ্টাও নাই

জানতে চাইলে বড়ো কষ্ট

গুরুতর লানত লঙ্ঘন

দুর্বহ সে বোঝা বহনের

তাকত আকাক্সক্ষা আর

সামর্থ্য কতটা আছে অবশিষ্ট

নিজেও তো সে প্রশ্নের

যুতসই উত্তর জানি না…

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কবি হাসান হাফিজ কবিতা হাসান হাফিজ হাসান হাফিজের একগুচ্ছ কবিতা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর