Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাম কিবরিয়া পিনুর ‘ঝুমকো জবার বনে’

গোলাম কিবরিয়া পিনু
১৪ এপ্রিল ২০২৩ ১৭:০৫

যখন টলছিলে
থিরথিরে কাঁপছিলে
পড়ে যাওয়ার উপক্রম,
তখন তো আমি তোমাকে ধরেছিলাম
সে-কারণে পড়ে যাওনি,
পড়ে গেলে কোথায় যে পড়ে যেতে!

ও পাহাড়ের নির্জনে আমিই ছিলাম
অন্য কোনো গল্পে বিভোর হয়ে তারাপতি দেখিনি,
ক্ষুদপিপাসায় ক্ষুদ্র হয়ে যাইনি!

তোমাতে উপনীত হয়ে- কণ্ঠলগ্ন হয়েছি
আমার সক্ষমতায় অনুদার থাকিনি,
নিজের জমিতে চাষাবাদ- বাদ দিয়ে
তোমার জমিতে উপস্থিত হয়েছি
যেন ফসল ফলাতে পারো!

গিরিখাদে তুমিও পড়ে যেতে পারতে
অন্য কেউ তা না জানলেও
তুমি তা জানো,
ঝুমকো জবার বনে কীভাবে পা রাখলে!

সারাবাংলা/এসবিডিই

কবিতা গোলাম কিবরিয়া পিনু গোলাম কিবরিয়া পিনুর ‘ঝুমকো জবার বনে’ বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাহিত্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর