Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় শিশির ভট্টাচার্য্যের স্মৃতিচারণমূলকগ্রন্থ ‘মামাকাহিনী’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ১৭:৪১ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ২২:২২

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক-ভাষাবিদ-শিক্ষক শিশির ভট্টাচার্য্যের স্মৃতিচারণমূলকগ্রন্থ ‘মামাকাহিনী’।

ড. শিশির ভট্টাচার্য্য বইটি সম্পর্কে বলেন, ‘মামাকাহিনী যুগপৎ ইতিহাস, স্মৃতিকথা, সাহিত্য, লাতিন আমেরিকার সাহিত্যে লভ্য যাদুবাস্তবতা। এতে আছে তীর্থ আমার কুমিরা গ্রামের কথা, মামাদের কথা, ভাইবোন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, শিক্ষকসহ কতজনের কথা। এবং কেন নয়, অতি নগণ্য একটি গাছ, রাতের ভূতপ্রেত, কিংবা দিনের আলোয় লজ্জার মাথা খেয়ে হাত পেতে দুটি ভিক্ষা চাইতে আসা দরিদ্রতম ভিখিরিদের কথা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ব্যক্তিত্ব ভূঁইফোড় কোনো অস্তিত্ব নয়। আমার মনন-অস্তিত্বের অপরিহার্য উপকরণ এরা সবাই, এদের কাউকে, কিছুকে বাদ দিয়ে নিশ্চয়ই শৈশবের সেই ‘আমি’ আজকের এই ‘আমি’ হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, এদের কথা ততটুকুই আমি লিখেছি, যতটুকু মনে পড়ে এবং যতটুকু বলা যায়। এবং সেটুকুই বলেছি, কিঞ্চিৎ হলেও যার সাহিত্যমূল্য আছে বলে আমার কাছে অন্তত মনে হয়েছে। ইতিহাসের আঙুল তুলে সাহিত্য আর স্মৃতির চাঁদ দেখাতে চেয়েছি আমি, আঙুলে চোখ আটকে গিয়ে চাঁদ, নিদেনপক্ষে তার জ্যোৎস্নাটুকু যেন পাঠকের দৃষ্টিচ্যুত না হয়…।”

গ্রন্থটি প্রকাশ করেছে পানকৌড়ি প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন ঋক ভট্টাচার্য্য ও ফয়সাল ফরায়েজি। পৃষ্ঠা সংখ্যা ২৮৪। মূল্য ১০৫০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার পানকৌড়ি প্রকাশনের সোহরাওয়ার্দী উদ্যানের ৫৬৭ নম্বর স্টলে এবং প্রকাশনা সংস্থাটির কার্যালয় ও রাজধানীর আজিজ সুপার মার্কেটে। পানকৌড়ি প্রকাশনের কার্যালয়ের ঠিকানা— ২৩৪/ডি, নিউ এলিফ্যান্ট রোড, তৃতীয় তলা, কাঁটাবন মোড়, ঢাকা ১২০৫।

বিজ্ঞাপন

শিশির ভট্টাচার্য্য ১৯৬৩ সালের ৪ঠা আগস্ট চট্টগ্রামের কুমিরায় জন্মগ্রহণ করেন। তিনি ভাষাবিজ্ঞানে পিএইচডি করেছেন কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে। তার আগে তিনি প্যারিসের সর্বোন বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে এমএ ও এমফিল এবং ইন্ডোলজিতে এমএ সম্পন্ন করেছেন। এ ছাড়া পোস্টডক্টরেট গবেষণা করেছেন টোকিওর রাষ্ট্রভাষা ইনস্টিটিউটে এবং ওসাকার কানসাই গাকুইন বিশ্ববিদ্যালয়ে। তিনি ১৯৮৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

ভাষা ও ব্যাকরণ বিষয়ে অধ্যাপক শিশির ভট্টাচার্য্যের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক জার্নালে প্রায় ৪০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে— ‘সঞ্জননী ব্যাকরণ’, ‘অন্তরঙ্গ ব্যাকরণ’, ‘Word Formation in Bengali : A Whole Word Morphological Description and its Theoretical Implications’, ‘বাংলা ভাষা: প্রকৃত সমস্যা ও পেশাদারি সমাধান’, ‘বাংলা ব্যাকরণের রূপরেখা’, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর রচিত ব্যার্নার হেনরি লেভির পুস্তকের বঙ্গানুবাদ ‘বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল’, ‘Basics in Language and Linguistics in a 100 questions’, ‘মুজিবোস্কোপ’, ‘ফরাসি বিপ্লবের ইতিহাস’, ‘মুদ্রারাক্ষস’, ‘সিনেমার জন্মকথা’, ‘মালরোর শেষ স্বাধীনতা সংগ্রাম’, ‘উচিৎ শিক্ষা’।

সারাবাংলা/এজেড/ইআ

অমর একুশে বইমেলা অমর একুশে বইমেলা ২০২৪ নতুন বই বইমেলা বইমেলা ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর