Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার পরিবার


১০ এপ্রিল ২০২৪ ১৬:৪৮

তথাপি তথাপি শীতের দিকে যেতে যেতে
আর যেতে যেতে কুয়াশায় ঝুলে থাকি
নিচে, শূন্যে কাউন ও ফুলকপির ক্ষেতগুলি
তথাপি তথাপি কুয়াশার হৃদয়ে যেতে যেতে
আর না-যেতে যেতে শীতের স্তনে ঝুলে থাকি
নিচে, ভূমিতে বিরহ ধান ইশারায় ডাকে আমাকে
অঋব ধান ফ্লাইং কিস ছুঁড়ে
বিরহ আমার প্রাক্তণ বউ, অঋব প্রিয় সন্তান
মাঠমধ্যিখানে চলে; ধান ব্যবসায়ির বিতন্ডা, কলহ!
বউ ও সন্তানের অদ্ভুত মায়া এবং কুয়াশার মাখামাখি!
তথাপি তথাপি এইযে
উড্ডয়নশীল বাবুই, ঠোঁটে তার আমিই আউশধানের বীজ,
আর অনাদরে পৃথিবীর পথে পথে বোধ চাষাগুলি
রোদ ও ট্রাক্টরের শব্দে ভেঙে পড়ে হাওয়ার কুঁড়েঘর
ট্রুলি, তথাপি তথাপি
মাঠে মাঠে কূলগোত্রহীন আমি ও অনাহারীর হাহাকারগুলি

সারাবাংলা/এসবিডিই

আমার পরিবার ঈদুল ফিতর ২০২৪ কবিতা মাসুদ পথিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর