Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতার কান্না

এমামুল হক
২৯ এপ্রিল ২০২৪ ১৭:২৬

মায়ের কোলে সন্তানের লাশ,
বাবা-মা’র লাশের ভিড়ে
আপন গৃহে সন্তানের পরবাস।
ধ্বংস্তুপে লাখো ফিলিস্তিনির হাহাকার,
তবু মন গলে না তোমার!
তুমিও তো সন্তান,
কোনো না কোনো মা’র,
ভাই হয়ে কী করে করো
আরেক ভাইয়ের প্রাণ সংহার?
কী করে ঝরাও রক্ত শিশুর?
এ প্রবৃত্তি হয় তো পশুর!
ভাবো একবার, যাবে পরোপার;
সেদিন দম্ভ তোমার, হবে চুরমার।
থামো। থামো হে এবার,
ডাক শোনো মানবতার,
নহে কেউ কারো পর
এ পৃথিবী এক পরিবার।
যেথা হারবে না কেউ,
জিত হবে হবেই সবার।
হায়! বিশ্ব মানবতা আজ বন্দি,
নব্য উপনিবেশের ফাঁদে!
নিপীড়ত মানুষেরা তাই
নীরবে নিভৃতে কাঁদে।
ভেবো না কো ভাই,
এ নহে নিয়তি তোমার-
জেনে রেখো তাই
নাই আর দেরি নাই,
ঘনিয়েছে রাত ভোরে
শিগগির ঘুচবে আঁধার।
জেগেছে বিশ্ব বিবেক, রও অবিচল,
দখলদারের জেনো ভাঙবে শৃঙ্খল,
স্বাধীনতা তোমাদের হবেই পুনরুদ্ধার।

কবি: অ্যাসোসিয়েট নিউজ এডিটর, একাত্তর টিভি

সারাবাংলা/এসবিডিই

এমামুল হক কবিতা মানবতার কান্না


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর